আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় দুপুরে ইডেনে নামার আগে রাজস্থান রয়্যালস শিবিরে খারাপ খবর।
আঙুলে চিড় ধরায় বাকি মরশুমের জন্য ছিটকে গেলেন সন্দীপ শর্মা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যচে আঙুলে চিড় ধরে সন্দীপের।
শুভমান গিলের জোরালো ড্রাইভ ধরতে গিয়ে আঙুলে চোট পান সন্দীপ। তাঁর স্পেলের শেষ আটটি বল করে স্ক্যান করতে যান। স্ক্যান রিপোর্টে দেখা যায় তাঁর আঙুলে চিড় ধরেছে।
রাজস্থান রয়্যলসের তরফ থেকে সন্দীপ শর্মার যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে চিড় ধরা আঙুল বেঁধে রাখা আছে।
রাজস্থান রয়্যালসের হয়ে সন্দীপ ৯টি উইকেট নেন ১০টি ম্যাচে। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে সন্দীপের জায়গায় খেলেন আকাশ মাধওয়াল।
চলতি মরশুমে চোট আঘাতে জর্জরিত অবস্থা রাজস্থানের। প্লে অফের ছাড়পত্র না পাওয়ার এটাও একটা বড় কারণ।
